ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় নিয়মিত আদালত চালুর দাবিতে মানববন্ধন করেছে আইনজীবীরা। রোববার দুপুরে আদালত প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।
এ সময় ভার্চুয়াল নয়, স্বাস্থ্যবিধি মোতাবেক নিয়মিত আদালতের কার্যক্রম চালুর দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সাড়ে তিন মাস যাবত আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছে। ভার্চুয়াল আদালত চালু থাকলেও তা প্রয়োজনের তুলনায় একেবারে কম। এতে একদিকে বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে অনেক আইনজীবী এবং তাদের সহকারীরা রোজগার বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। অনেকে বাসা-বাড়ি ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছেন।
বক্তারা স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুসহ আইনজীবী এবং তাদের সহকারীদের জন্য প্রণোদনারও দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেম খান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট ইউসুফ আলী,জাহাঙ্গীর আলম ভূঁইয়া,বিকাশ সাহা, আশিকুর রহমান, সুবীর নন্দী প্রমুখ।