ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী যুব’লীগের ৪৭তম প্র’তিষ্ঠা বা’র্ষিকী উপলক্ষে সোমবার সকালে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলী’গের উদ্যোগে কান্দি’রপাড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যুব’লীগের প্র’তিষ্ঠা বা’র্ষিকী পালিত হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা যুব’লীগ নেতা ভিপি কামরুল হাসান শাহিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন,এম.এ করিম,সাংগঠনিক সম্পাদক পার্থ বড়–য়া,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাপ্পি,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদ মিজান,জেলা যুবলীগ নেতা লুৎফর রহমান,সেলিম খন্দকার,শাহজালাল চেয়ারম্যান,বঙ্গ’বাসী আবাদ,এনামুল হক মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা যুবলী’গের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: ইসরাক মাহমুদ মাসুদ,আমান উল্লাহ আমান,সদর দক্ষিণ উপজেলা আওয়ামী’লীগ সদস্য জামাল পোদ্দার,যু’বলীগ নেতা জহিরুল ইসলাম স্বপন,মোবারক হোসেন, কামাল হোসেন,জেলা ছাত্রলীগ নেতা রাফি,মোজাম্মেল হোসেন বিপ্লব, সদর দক্ষিণ উপজেলা নেতা রাশেদ মাহমুদ শাওন,শাহাদাত হোসেন বাকী,আব্দুল্লাহ আল মামুন অপু প্রমুখ।