- আপডেটঃ April, 23, 2020, 1:24 am
- 2325 ভিউ
ডেস্ক রিপোর্টঃ
করোনা সংকটে স্থবির হয়ে পড়েছে পুরো দেশ। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন মধ্য ও নিম্নবিত্তরা। সেইসাথে নিম্ন আয়ের লোকজনের উদ্বেগের তো শেষ নেই। এই পরিস্থিতিতে ভাড়াটিয়া ও এলাকার হত দরিদ্রের পাশে
দাঁড়ালেন কুমিল্লার মালায়েশিয়া প্রবাসী কাজী আক্তার হোসেন।
জানা যায়, কুমিল্লা সদর উপজেলা কালির বাজার ইউনিয়নের, সৈয়দপুর বেজবাড়ির মালায়েশিয়া প্রবাসী কাজী আক্তার হোসেনের ১টি ৪তলা বাড়িভাড়া ১মাসের জন্য মওকুফ করে দিয়েছেন তিনি। ১২ ভাড়াটিয়া থেকে প্রতি মাসে তিনি ৫০ হাজার টাকা ভাড়া পেতেন, তা সর্ম্পূনই মওকূফ করে দিলেন তিনি। তার এই মহৎ উদ্যোগে ভাড়াটিয়ারা খুবই খুশি।
শুধু বাড়ি ভাড়া মওকূফ করে ক্ষান্ত হননি তিনি, এলাকায় গরিব, অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ঘরে ঘরে ত্রান সামগ্রীও পৌঁছে দিচ্ছেন প্রতিনিয়ত।
আরো পড়ুন....