ডেস্ক রিপোর্টঃ ধর্মীয় আলোচক ড.মাওলানা মিজানুর রহমান আযহারীকে কুমিল্লায় নিষিদ্ধের প্রতিবাদে ও কুমিল্লায় ওয়াজ করার অনুমতি প্রদানের দাবিতে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করে, ড.মাওলানা মিজানুর রহমান আযহারী ভক্তরা।
কুমিল্লা মাওলানা মিজানুর রহমান আজহারী ভক্ত মোঃ শরীফ খান বলেন, প্রশাসনের কাছে অনুরোধ আজহারীকে কুমিল্লায় ওয়াজ করার সুযোগ দিন। কারন আপনারা চোর, ডাকাত, নেশার বিরুদ্ধে অভিজান চালান আর মিজানুর রহমান আজহারী ওয়াজে চুরি,ডাকাতি,নেশার বিরুদ্ধে ই ওয়াজ করেন। আজহারী ভক্ত মাও,জসিম উদ্দিন চাঁদপুরী বলেন, মাননীয় জেলা প্রশাসক, আজহারী সাহেব কুরআন হাদিসের আলোকে ওয়াজ করেন, ওনাকে কুমিল্লায় ওয়াজ করার সুযোগ করে দিন। আল্লাহ আপনার কল্যান করবে ইনশাআল্লাহ
আরো পড়ুন....